দেবহাটা প্রতিনিধি: দেবহাটা থানা পুলিশে অভিযানে ওয়ারেন্টভূক্ত ৬ জন এবং সাজাপ্রাপ্ত আরো এক আসামীকে গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিশেষ অভিযানে উক্ত ৭ আসামীকে গ্রেফতার করে পুলিশ।
দেবহাটা থানার এসআই হাফিজুর রহমান, এসআই মাহাবুর রহমান, এএসআই হুমায়ুন কবীর অভিযান পরিচালনা করে দক্ষিন পারুলিয়া গ্রামের সামছুর রহমানের ছেলে সেলিম রেজা, উত্তর পারুলিয়া গ্রামের আদর আলীর ছেলে হাসান আলী, একই এলাকার আকবর গাজীর ছেলে আ: মজিদ, বহেরা গ্রামের নুর আলীর ছেলে সেলিম হোসেনকে গ্রেফতার করে। এছাড়া এসআই লালচাঁদ আলী, এসআই শরিফুল ইসলাম, এএসআই শামীম হোসেন অভিযান চালিয়ে
দেবহাটা সদরের আব্দুর রহিমের ছেলে শাহীন গাজী, একই এলাকার নুর ইসলাম সরদারের ছেলে রায়হান কবির এবং সাংবাড়িয়া গ্রামের মৃত বরকতুল্লাহ সরদারের ছেলে আরশাদ আলী সরদারকে গ্রেফতার করে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ জানান, পুলিশের অভিযানে ৭ আসামীকে গ্রেফতার করা হয়েছে। আসামীদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, দেবহাটা থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.