প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২২, ১০:৪০ এ.এম
সুন্দরবনের খাঁটি মধু আহরণ, লোকাল ভ্যালু চেইন ও বাজারজাতকরন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
উপকূলীয় অঞ্চল প্রতিনিধিঃ
বে- সরকারি সংস্থা সিসিডিবির পিসিআরসিবি প্রকল্পের আয়োজনে
(১৩ ডিসেম্বর ২০২২) সকাল ৯-৩০ মিনিটে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ভামিয়া সিসিআরসি অফিসে বুড়িগোয়ালিনী ইউনিয়নের লোকাল স্থানীয় সম্পদ সুন্দরবনের খাঁটি মধু আহরণ, লোকাল ভ্যালু চেইন ও বাজারজাতকরন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন অত্র এলাকার সুন্দরবনের মধু আহরণকারী ১১জন,
ক্ষুদ্র, মাঝারি, বড় মধু ব্যবসায়ী ৫ জন ও সিসিআরসি র প্রতিনিধি ৪ জন।
প্রশিক্ষণের মাধ্যমে সংস্থাটি অত্র এলাকার সুন্দরবনের খাঁটি মধু আহরণকারী ও ব্যবসায়ীদের মধ্যে যোগসুত্র স্থাপনের মাধ্যমে বাজারজাত করনের পথ অনেকটা সুগম হবে বলে মনে করেন। প্রশিক্ষণটি সঞ্চালনায় ছিলেন সিসিডিবি সংস্থার পিসিআরসিবি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মিঃ সুজন বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন মিঃ জগদীশ সরদার ও মিঃ কংকন বৈরাগী।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫