প্রশিক্ষণে উপস্থিত ছিলেন অত্র এলাকার সুন্দরবনের মধু আহরণকারী ১১জন,
ক্ষুদ্র, মাঝারি, বড় মধু ব্যবসায়ী ৫ জন ও সিসিআরসি র প্রতিনিধি ৪ জন।
প্রশিক্ষণের মাধ্যমে সংস্থাটি অত্র এলাকার সুন্দরবনের খাঁটি মধু আহরণকারী ও ব্যবসায়ীদের মধ্যে যোগসুত্র স্থাপনের মাধ্যমে বাজারজাত করনের পথ অনেকটা সুগম হবে বলে মনে করেন। প্রশিক্ষণটি সঞ্চালনায় ছিলেন সিসিডিবি সংস্থার পিসিআরসিবি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মিঃ সুজন বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন মিঃ জগদীশ সরদার ও মিঃ কংকন বৈরাগী।
Leave a Reply