নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বন বিভাগের নিয়মিত টহলকালে ৬ জেলে সহ একটি ট্রলার আটক করা হয় ( ১১ই ডিসেম্বর) ভোরে।
বন বিভাগ সুত্রে জানা যায় সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বন বিভাগের পুষ্পকাটি বনটহলফাড়ীর কর্মরত বন বিভাগের সদস্যরা নিয়মিত টহলকালে গোপন সংবাদ এর ভিত্তিতে সুন্দরবনের পুষ্পকাটি এলাকার মেটের খাল নামক স্থান হতে ৬ জেলে সহ একটি ট্রলার আটক করা হয়।
আটকতৃ জেলেরা,
১। কবির খা(৫০), পিং মৃত-কাদের খা, সাং-রামপাল ২। শুকুর আলী(৪০)পিং মৃত-বেলায়েত সাং-পেড়ীখালী ৩। মোঃ মোজাম শেখ(৫৫)পিং মৃত-মোঃ মুনসুর শেখ সাং- পেড়ীখালী ৪। ইমরান খান(৩৫) পিং মাহমুদ খান, সাং-পেড়ীখালী ৫। আব্দুল্লাহ(৪০) পিং মৃত-আরশাদ সাং-শ্রীফলতলা
৬। মোঃ গোলাম রসুল শেখ(২৮), পি-হাবিবুর রহমান সাং- শ্রীফলতলা সর্ব থানা-রামপাল, জেলা-বাগেরহাট
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম কে, এম ইকবাল হোসাইন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনে অবৈধভাবে ট্রলার নিয়ে মাছ ধরার সময় বনকর্মীরা মালামাল সহ জেলেদের আটক করা হয়। আটক জেলেদের বন আইনে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে। ভবিষ্যতে এধরনের অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান প্রতিবেদককে
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.