সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শনিবার সকালে বুড়িগোয়ালিনী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবার মান উন্নয়নে জেলা পর্যায়ের পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সাথে অর্ধ-বার্ষিক পরামর্শ সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকার পরিচালক ও এমআইএসের লাইন ডাইরেক্টর মো. শাহাদাৎ হোসেন।
প্রধান অতিথি বক্তব্যে স্বাস্থ্যসেবা কেন্দ্রের সেবা, অবকাঠামোগত উন্নয়নসহ অন্যান্য বিষয়ে স্থানীয় সরকারের সাথে সমন্বয়করা, উপজেলার স্বাস্থ্যসেবা কেন্দ্রের বিভিন্ন উন্নয়ন বিষয়ে তুলে ধরেন।
পরিবার পরিকল্পনা দপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক দীপক কুমার সাহার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা দপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক গাজী বশির আহম্মেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন, বুড়িগোয়ালিনী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ রউফ, শিক্ষক রনজিৎ বর্মন, পরিত্রাণ কর্মকর্তা উজ্জল কুমার দাস, নয়ন কুমার গাইন, জিল্লুর রহমান প্রমুখ।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.