উৎপল মণ্ডল(শ্যামনগর)প্রতিনিধি।
শ্যামনগর উপজেলার সদর ইউনিয়নের চিংড়াখালি মিস্ত্রি বাড়ি জামে মসজিদের ইমাম আব্দুল আজিজ হুজুরের বিরুদ্ধে বাল্যবিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ৷ নিজের রেজিস্ট্রার না থাকলেও অন্যের মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে বাল্যবিয়ে করিয়ে থাকেন ৷
এভাবে বাল্যবিয়ে করিয়ে বিপদে পড়েন আবুল আজিজ ৷ গত ৫ ডিসেম্বর ২০২২ তারিখে থানা পুলিশের এসআই মনজুরুল ইসলাম হাজির হন রমজাননগর ইউনিয়নের ভৈরবনগর গ্রামের শফিউল্লাহ গাজীর ছেলে আশরাফুলের বাড়িতে ৷ অভিযোগ, আশরাফুল যশোর জেলার ঝিনাইদহের শব্দুল লস্করের মেয়ে ছদ্মনাম (ইমি) (১২) কে ফুসলিয়ে নিয়ে এসেছে ৷ থানা পুলিশ উভয়কে নিয়ে মেয়েকে তার পরিবারের কাছে তুলে দেন এবং ছেলেকে মুসলেকার মাধ্যমে ছেড়ে দেন৷
এলাকা সূত্রে জানাগেছে যে, আজিজ হুজুর শ্যামনগরের বিভিন্ন স্থান থেকে আসা অপ্রাপ্ত ছেলে মেয়েদের অবৈধ ভাবে বিয়ে দিয়ে থাকেন ৷ আশরাফুল ও ছদ্মনাম (ইমি) (১২)কেও তিনি ৫৫ হাজার টাকা দেনমোহরের মাধ্যমে বিয়ে দেন ৷ আর এই বিয়ে পড়াতে তিনি আশরাফুলের কাছ থেকে ১২ হাজার টাকা নেন ৷
বিষয়টি নিয়ে চিংড়াখালি মিস্ত্রি বাড়ি জামে মসজিদ ইমাম আঃ আজিজ বলেন, আমি বিয়ে পড়াতাম না কিন্তু চিন্তা করলাম অবৈধ ভাবে থাকলে গোনাহ হবে ৷ এদিকে এলাকাবাসীরা জানান, চিংড়াখালি মিস্ত্রি বাড়ি জামে মসজিদ ইমাম আঃ আজিজ হুজুর প্রায় সময় অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েরা পালিয়ে এখানে এসে বিয়ে করে ৷ আর হুজুর মোটা অংকের টাকা নিয়ে বিয়ে পড়িয়ে দেন
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.