এখানে আছে কলাগাছিয়া ইকো ট্যুরিজম কেন্দ্র আছে আকাশলিনা ইক্যো ট্যুরিজম কেন্দ্র সুন্দরবনের দোবেকি সহ মান্দারবাড়ীয়া ভ্রমণের বিশেষ বিশেষ আর্কষণীয় স্থান।
সাতক্ষীরা সদর থেকে ৭০ কিলোমিটার দূরে মুন্সিগঞ্জ সুন্দরবন অবস্থিত, মুন্সিগঞ্জ ও নীলডুমুর এসে পর্যটক বৃন্দ ইন্জিন চালিত বোড নিয়ে কলা গাছিয়া ইকো ট্যুরিজম এলাকায় ভ্রমণ করতে পারবেন।
সেখানে আছে বিভিন্ন ধরনের পশু পাখি যেমন মায়াবী হরিণ হিংস্র বান র ও সুন্দরবনের সারি সারি বিভিন্ন প্রজাতির গাছের দেখা মিলবে আসুন সুন্দরবন ভ্রমণ করি জ্ঞান অর্জন করি। মান্দারবাড়ীয়া সুমদ্র শৈকত সেখানে আছে মাছের অভরন্য স্থান, সুমদ্র শৈকত মনভরা গাছের সারী।
Leave a Reply