মেহেরপুর প্রতিনিধিঃ
আলোচনা সভা, হুইলচেয়ার, সেলাই মেশিন ও চেক বিতরণের মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। দিবসটি উপলক্ষে আজ শনিবার বেলা ১২ টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনাতনে নানা কর্মসূচীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম। রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস, জেলা পরিষদের সদস্য শামীম আরা হীরা। পরে আর্থ সামজিক উন্নয়নে প্রতিবন্ধীদের মাঝে ৩০ টি সেলাই মেশিন, ৭ টি হুইল চেয়ার, ৩ টি হেয়ারিং এইড এবং ২ লক্ষ টাকা ঋণের চেক বিতরণ করেন মন্ত্রী।
এ সময় মন্ত্রী বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্য দিয়ে সম্পদেও রুপান্তরিত করতে হবে। আর এ কাজে সরকারের পাশাপাশি এগিয়ে আসতে সমাজের প্রতিটি মানুষকে। তাহলেই সমাজে মাথা উচু করে দাঁড়াতে পারবে প্রতিবন্ধীরা।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.