সাগর তালুকদার রনি, বাগেরহাট প্রতিনিধিঃ
বোরো ধান আবাদ বৃদ্ধি এবং অনাবাদী পতিত জমি আবাদের আওতায় আনায়ন করার লক্ষ্যে” বাগেরহাটের মোরেলগঞ্জে মঙ্গলবার সকালে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।উপজেলা পরিষদ কমপ্লেক্সে মিলনায়তনে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর
রহমান । উপজেলা নিবার্হী অফিসার মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল। শুভেচ্ছা বক্তব্য রাখেন
উপজেলা কৃষি অফিসার আকাশ বৈরাগী ।বক্তব্য রাখেন মোরেলগঞ্জ প্রেসক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন,মোরেলগঞ্জ উপজেলা প্রেস ক্লাব সভাপতি এইচএম শহিদুল ইসলাম প্রমুখ। সভায় বক্তরা বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা অঙ্গিকার এক ইঞ্চিও জমি অনাবাদি রাখা যাবেনা। ২০২৩ সালের চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষিতে আরো সমৃদ্ধি আনতে হবে। উৎপাদন বাড়াতে হবে। দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ রাখতে হবে।সভা শেষে প্রধান অতিথি কৃষক ও কৃষাণীদের মাঝে প্রণোদনা হিসেবে সার ও বীজ বিতরণ করেন।সভায় অর্ধ সহস্রাধিক কৃষক ও কৃষাণী ও সুধিজন উপস্থিত
ছিলেন ।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.