সুব্রত মুন্ডা কয়রা (খুলনা)থেকেঃ
মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২২ সকাল ১১ টার জাতীয় আদিবাসী পরিষদ রংপুর জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আয়োজনে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় আদিবাসী পরিষদ রংপুর জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আদিবাসীদের ‘আদিবাসী ‘ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক স্বাধীন ভূমি কমিশন ও মন্ত্রণালয় গঠনের দাবি নিয়ে অনুষ্ঠিত সভাটি জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন। আলোচনা সভা ও সম্মেলন শেষে একটি মিছিল রংপুর জেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু করে স্টেশন রোড প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে এসে সমাপ্ত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা অশোক সরকার। এছাড়া প্রধান বক্তা ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নরেন পাহান, অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের মুখপাত্র ও দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল রংপুর জেলা আহবায়ক আব্দুল কুদ্দুস, বগুড়া জেলা আদিবাসী পরিষদ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সন্তোষ সিং, আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি নকুল পাহান, আদিবাসী বিভিন্ন উপজেলা সংগঠক আগোস্টিন মিনজি, আলোতি খালকো, মোহনলাল কুজুর, উৎপল মিনজি, শ্যাফালী মার্ডি, মানিক কেরকেটা, বুধুয়া মিনজি, যোসেফ হাসদাঁ প্রমূখ নেতৃবৃন্দ।
আলোচনা সভা ও সম্মেলন শেষে কৃষিবিদ বিমল খালকোকে সভাপতি, যোসেফ সরেনকে সাধারণ সম্পাদক, ও মামুন তুরিকে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট রংপুর জেলা কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি আগামী ৩ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.