শ্যামনগর উপজেলার উপকূলীয় গাবুরা ইউনিয়নে গাবুরা গোপাল লক্ষী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে ২০২২ সালে এস এস সি পরীক্ষায় শতভাগ কৃতকার্য হয়েছে, অভিভাবক থেকে শুরু করে সকল ছাত্রছাত্রীদের মাঝে আনন্দ বিরাজমান। এবারের রেজাল্টে ১০ জন এপ্লাস
এ গ্রেড ২০জন, এ-২৩ জন, বি গ্রেড ৭জ এবং সি গ্রেড ৯ জন মোট পরীক্ষার্থী ৬৯ জন। রেজাল্ট প্রসঙ্গে গাবুরা গোপাল লক্ষী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, জি, এম শফিউল আযম লেনিন বলেন বর্তমান শিক্ষাবান্দব সরকারের সময়ে শিক্ষার সুন্দর পরিবেশের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধা কাজে লাগিয়েছে, তিনি আরও বলেন সরকার শিক্ষকদের স্কুলে প্রাইভেট পড়া বন্ধ করে দিয়ে তারা ক্লাসে মনযোগী হয়েছে সহ ডিজিটাল শিক্ষাব্যবস্থায় যশোর থেকে দিনের দিন প্রশ্ন ডাউনলোড করে ক্লাস পরীক্ষা গুলোও তাদের সুন্দর ফলাফলের পিছনে অবদান রেখেছে। অত্র স্কুলের প্রধান শিক্ষক বলেন আমরা চেষ্টা করেছি তাদের ক্লাস টেস্ট গুলো সুন্দর করে নেওয়ার পাশাপাশি করোনা কালীন সময়ে অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ এবং এস এস সি ব্যাচ নিয়ে বাড়তি ক্লাস নেওয়ার যার প্রতিফলন আমরা শতভাগ কৃতকার্য হওয়ায় গৌরব অর্জন করেছি প্রতিষ্ঠান সভাপতির তদারকির মাধ্যমে সুনামের সাথে আমরা পরিচালনা করছি, তিনি আরও বলেন আমাদের পর্যাপ্ত ভবন নেই, পর্যাপ্ত ক্লাস রুম পেলে উপকূল থেকে এই বিদ্যালয় দেশের মেধাসম্পন্ন ছাত্রছাত্রী বের করতে পারবে । অভিভাবকদের সাথে কথা বলে জানা যায় তারা বলেন আমরা নিয়মিত খেয়াল রাখার চেষ্টা করেছি এবং স্কুলের শিক্ষকমন্ডলী তাদের পিছনে পরিশ্রম করেছে আমরা বিদ্যালয়ের শিক্ষকদের উপর খুশি। প্রসঙ্গত অত্র বিদ্যালয় এর আগেও এস এস সি পরীক্ষায় শতভাগ কৃতকার্য হয়েছে।
Leave a Reply