নিজস্ব প্রতিনিধিঃ
শ্যামনগরে জলবায়ু পরিবর্তন জনিত ক্ষতিকর প্রভাব মোকাবেলায় অভিযোজন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে। বুড়িগোয়ালীনি ইউনিয়ানের বনবিবিতলার ২ নং ওয়ার্ডে বুধবার (২৩ নভেম্বার) সকাল ১০ টায়। সিসিডিবির জলবায়ু পরিববর্তন প্রকল্প ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড,জার্মানী এর অর্থায়নে ২০ জন কৃষকে মাঝে ১ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ইউপি সদস্য মো: মাহাতাব উদ্দীনের সভাপতিত্বে , প্রধান অতিথি উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম , বিশেষ অতিথি উপ: সহকারি কৃষি কর্মকর্তা মো: জামাল হোসেন, মি: সুজন বিশ্বাস (উপজেলা সম্ময়কারি সিসিডিবি) এছাড়া সিসিডিবির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিল।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.