প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৭:০২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২২, ২:২৪ পি.এম
দেবহাটায় হত্যার শিকার ৩ আওয়ামী লীগ নেতার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা
দেবহাটা (সাতক্ষীরা ) প্রতিনিধি:
২০১৩ সালে জামাত-শিবিরের হামলায় নির্মম হত্যার শিকার আওয়ামী লীগ নেতা আবু রায়হান, আব্দুল আজিজ ও আলমগীর হোসেন বাকুমের আতœার মাগফেরাত কামানায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাঝ-পারুলিয়া গ্রামে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বাসভবনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা আবু রায়হান, আব্দুল আজিজ ও আলমগীর হোসেন বাকুমের স্মৃতিচারণ করে তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম-সম্পাদক ও সাবেক সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াসিন আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ, পারুলিয়া আহছানিয়া মিশনের নব-নির্বাচিত সভাপতি মোসলে উদ্দীন মুকুল, আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান সেজ খোকন, ইউপি সদস্য রবিউল ইসলাম, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মাহি, মিঠু খান সহ আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় আওয়ামী লীগ নেতা আবু রায়হান, আব্দুল আজিজ ও আলমগীর হোসেন বাকুমের হত্যাকারীদের শাস্তির দাবি জানানো হয়। একই সাথে এমন জঘন্য কাজ দেবহাটার মাটিতে আর ঘটাতে দেওয়া হবে না বলেও জানান বক্তরা। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সুসংগঠিত হয়ে কাজ করার আহবান জানানো হয়।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫