দাকোপ প্রতিনিধিঃ
দাকোপ উপজেলার তিলডাংগা ইউনিয়নের বটবুনিয়া গ্রামে ২ টি সরকারি রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী সুত্রে জানাযায় তিলডাংগা ইউনিয়নে ৭ নং ওয়াডে বটবুনিয়া গ্রামের কবিরাজ বাড়ির সামনে ওয়াপদা রাস্তার পাশে সরকারি জায়গায় লাগলো গাছ কেটে ফেলে এস্হনীয় একটি স্বার্থনেশী মহল। ১৮ ই নভেম্বর বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯ টার সময় একই এলাকার মৃত অনিল কৃষ্ণ কবিরাজ এর পুত্র কৃষ্ণ কবিরাজ(৪২) ও কৃষ্ণ কবিরাজ এর পুত্র দেবকান্ত (২৮) এবং তার স্ত্রী তৃপ্তি কবিরাজ (৩২) এবং পাশের পানখালী ইউনিয়নের খোনা গ্রামের মৃত গনজের ফকির এর পুত্র কামরুল ফকির (৩৯) একত্রে তাদের হীন স্বার্থ চরিতার্থের জন্যই সরকারি রাস্তার পাশের গাছ কেটে ফেলে। বিষয়টি এলাকাবাসী এস্হীয় প্রশাসন তথা সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানালে তৎক্ষনাৎ দাকোপ উপজেলা বনবিভাগে কর্তব্যরত কর্মকর্তা মনিরুজ্জামান ঘটনা স্হলে জান। সেখানে উপস্থিত হয়ে ২টি গাছ কাটার অভিযোগের সত্যতা নিশ্চিত করেন। আনুমানিক ২০/২২ সেপ্টি চম্বল ও চটকা গাছ কেটে স্হানীয় স্ব-মিললে নিয়ে যায় এবং সেখান থেকেই গাছ উদ্ধার করা হয়। তবে,এ রিপোর্ট লেখা পষন্ত বন আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে বনবিভাগের মনিরুজ্জামান জানান।
শচীন্দ্র নাথ মন্ডল
দাকোপ খুলনা
তাং ১৮/১১/২২
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.