সাতক্ষীরা পশ্চিম সুন্দরবনের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবির, বুড়িগোয়ালিনী ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভবতোষ মন্ডল, নৌ থানার এস আই সাখাওয়াত হোসেন, শ্যামনগর থানার বুড়িগোয়ালিনী বিট কর্মকর্তা পিংকু মন্ডল প্রমূখ।
সার্বিক সহযোগিতা ও পরিচালনায় ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী এর অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃ-বৃন্দ।
উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় ছয়টি বাইচের দল নৌকা নিয়ে অংশগ্রন করে।
উক্ত নকা বাইচ প্রতিযগিতায় প্রথম স্থান অধিকার করেন গাবুরা হীরের তরি নৌকা বাইচ দল, দ্বিতীয় স্থান সোনার তরি ও তিতীয় স্থান অধিকার করেন পুইজালা নৌকা বাইচ দল।বিজয়ী দের হাতে পুরুষ্কার তুলে দিয়েছেন অনুষ্ঠানের অতিথি মন্ডলী। বাইচ পরিচালনা করেন জাকির সিদ্দিকী সোহাগ, আকবর, আবু বাক্কার,রবিউল ইসলাম।
Leave a Reply