শেখ মনিরুল ইসলাম বাবু :
নিজস্ব প্রতিনিধি
শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশের সহযোগিতায় শ্যামনগর অফিসার্স ক্লাবে বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । বুধবার (১৬ নভেম্বর) সকাল ১০ টায় উক্ত কর্মশালায় বর্জ্য ব্যবস্থাপনা উন্ননে করনীয় দিক সমূহ আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, শ্যামনগর থানার ইন্সপেক্টর তদন্ত হাওলাদার সানওয়ার হুসাইন মামুন, মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, এনজিও সমন্বয় পরিষদের সমন্বয়কারী গাজী আল ইমরান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ইউপি সদস্যা মোছাঃ দেলোয়ারা বেগম, ইসলামিক রিলিফ বাংলাদেশের সিনিয়র প্রজেক্ট অফিসার মোঃ জাহিদুল হাসান,সিডিওর হিসাবরক্ষক শর্মিষ্ঠা কর্মকার সহ ব্যবসায়ী প্রতিনিধি এবং ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি বৃন্দ।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.