রবিউল ইসলাম বুড়িগোয়ালিনী ( শ্যামনগর)প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলার রমজান নগর ইউনিয়নের টেংরাখালী গ্ৰামের আলোচিত ডাবল মার্ডার মামলার আসামি মৃত মান্দার গাজীর ছেলে মজিদ গাজী, মৃত ইসলাম গাজীর ছেলে শহিদুল ইসলাম, মুনসুর মোল্লার ছেলে আশরাফুল ওরফে চঞ্চল, খোকন মোল্লার ছেলে মহিবুল্লাহ কর্তৃক শ্যামনগর থানার মামলা নং ১৩/২৭৮ এর ১ নং সাক্ষী টেংরাখালী গ্রামের মৃত, কবির আহম্মেদের ছেলে নুরুল ইসলাম কে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ এনে তিনি শ্যামনগর থানায় জিডি করেছেন। জিডি সুত্রে জানা যায়, আসামিগণ উক্ত মামলায় বেশ কিছুদিন পূর্বে জেল হাজত কেটে জামিনে মুক্ত হয়ে বাড়ি আসেন। তারা ১৪ নভেম্বর বিকাল ৪ টার দিকে কোর্টে হাজিরা দিয়ে বাড়ি ফিরে আসার পথোমধ্যে টেংরাখালী গ্রামের আরশাদ আমিনের মোড়ে পাঞ্জাবানার সামনে আসামিগন মামলার ১ নং সাক্ষী মোঃ নুরুল ইসলাম কে দেখে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তাদের কথার প্রতিবাদ করলে তারা বলে মামলার ১ নং আসামি আব্দুল হামিদ লাল্টুর সাথে কোর্টে কথা হয়েছে। সে বাড়িতে এসে আগে তাকে মার্ডার করবে। এ ঘটনায় মোঃ নুরুল ইসলাম শ্যামনগর থানায় ১৪ নভেম্বর ৭৮০ নং জিডি করেন।
Leave a Reply