প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৪, ১:২১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২২, ১১:০৮ এ.এম
সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের দেওয়া হুশিয়ারী।
সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরা থেকে মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু, জঙ্গিবাদ, ইফটিজিং কারীদের উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। হুঁশিয়ারী দিয়ে তিনি বলেন, সাতক্ষীরা হবে একটি সুন্দর ও শান্তিপূর্ন বসবাসের জেলা।
এ জেলা কোন অপরাধরীদের জন্য না। সময় আছে হয় অপরাধ ছেড়ে দেন না হলে সাতক্ষীরা থেকে চলে যান। অপরাধ করে টিকে থাকার ইচ্ছা থাকলে পার পাবেন না। তিনি আরো বলেন মনে রাখবেন পুলিশ কোন মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যুদের বিন্দুমাত্র ছাড় দেবে না। আপনি যেই হন অপরাধ করলে রেহাই পাবেন না। সুতরাং সাবধান হন এখনই,
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫