পীযুষ বাউলিয়া পিন্টু মুন্সীগঞ্জ( শ্যামনগর) প্রতিনিধিঃ
শ্যামনগরে পানি ব্যবস্থাপনা ভিত্তিক সিবিও দের ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে। ১৪ নভেম্বর সোমবার সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) গভর্ন্যান্স রিজিলেন্স প্রকল্প-২ আওতায় জীবনযাত্রা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে
পানি ভিত্তিক সিবিও এর সক্ষমতা বৃদ্ধির উপর প্রশিক্ষণ মুন্সিগঞ্জ সিএনআরএস অফিসে অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন। প্রকল্প সম্পর্কে আলোচনা করেন সি এন আর এস এর শ্যামনগর প্রজেক্ট ম্যানেজার স্বরন কুমার চৌহান, সাইড অফিসার শহীদুল ইসলাম, ফিল্ড ফ্যাসালিটেটর নাজিম উদ্দীন, শহীনূর রহমান। সিবিওদের পক্ষ থেকে
ত্রিপানি মাধ্যমিক বিদ্যাপীঠের সাবেক প্রধান শিক্ষক ধনঞ্জয় মিস্ত্রি , কৃষক রঞ্জন রপ্তন, প্রগতির সমন্বয়ারী রফিকুল ইসলাম , সীমা মণ্ডল, প্রতিমা রানী মিস্ত্রী,
উপকূলের জলবায়ু পরিবর্তনের ফলে কৃষিভিত্তিক প্রভাব ও জলাভূমি গুলো দখলের কারণে সমস্যা গুলি তুলে ধরেন শ্যামনগর জলবায়ু পরিষদের সমন্বয়ক পীযূষ বাউলিয়া( পিন্টু) প্রমুখ। কর্মশালায় শ্যামনগর উপজেলায় কমিউনিটি ভিত্তিক সংগঠন সহ সামাজিক সংগঠন গুলি সম্পৃক্ত করা হয়েছে। উপজেলার কৃষি জমির মধ্যে জলাভূমি গুলি খনন করে একাধিক ফসল উৎপাদনের জন্য প্রধান অতিথির নিকট দাবি তুলে ধরেন। জনসংগঠন ও কৃষকদের মুখোমুখি দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন নতুন করে শ্যামনগর উপজেলায় কৃষি জমির মধ্যে খাল ইজারা দেওয়া হবে না, সি এন আর এস উদ্যোগে মুন্সিগঞ্জ ইউনিয়ন সহ খাল খনন করা হয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের। তিনি আরো বলেন শ্যামনগরের বেশকিছু খাল খনন করা হবে, যেগুলি খনন করলে কৃষি কাজের সাথে যুক্ত হয়ে এলাকার মানুষ একাধিক ফসল উৎপাদন করতে পারবে সেগুলি খনন করব। কর্মশালার অংশ হিসেবে ধানখালী একটি খননকৃত খাল ২৭ জন কৃষক পরিদর্শন করেন।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.