কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরা কলারোয়ার সাতপোতা রহিমা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্মিত চার তালা ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
বরিবার (১৩ নভেম্বর ) সকাল ১১ টার সময় এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মোঃ হুমায়ন কবীর মিঠুর সভাপতিত্বে, ও সহকারী শিক্ষক আবু মুসার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তলা- কলারোয়া) সংসদ সদস্য এড. মুস্তাফা লুৎফুল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মীর মস্তাফিজুর রহমান, সোনাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বেনজীর হেলাল, কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার হাফিজুর রহমান, সাতপোতা রহিমা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান।
আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ শিমুল হোসেন, মোঃ আক্তার হোসেন, মোঃ কবিরুল ইসলাম, মোঃ শাহিন হোসেন,বিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক শিক্ষীকা ও শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত অনুষ্ঠান শুরুতে অতিথিদেরকে আগমনী উপস্থিত সময়ে, ছাত্রীরা ফুল ছিটিয়ে অভিনন্দন অভিবাদন জানান। এরপর কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ শেষে অতিথিদেরকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়।
প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিদের উপস্থিতিতে উক্ত সাতপোতা রহিমা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্মিত চার তলা ভবনের ফিতা কেটে ও ফলক উন্মোচনের মধ্য দিয়ে শুভ সুচনার উদ্বোধন ঘোষণা করেন।
এ-সময় ফলক উন্মোচন শেষে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথি ও শিক্ষকগণ অত্র বিদ্যালয়ের ছাত্রীদের উদ্দেশ্যে শিক্ষণীয় মহা মূল্যবান বক্তব্য প্রদান করেন।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.