এম এ হালিম শ্যামনগর থেকেঃ
শ্যামনগর বংশীপুর ভেটখালী সড়কের এ,করিম মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মানিকখালী ব্রীজের দুই পাশে রাস্তার কাজে ব্যবহার হচ্ছে বালির পরিবর্তে মাটি ও নিন্ম মানের খোয়া।
সরজমিনে দেখা যায়, সাতক্ষীরা সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক ভেটখালী এ,করিম মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মানিকখালী ব্রীজ সংস্কারের কাজটি ঠিকাদার প্রতিষ্ঠানকে প্রদান করা হয়। ব্রীজ সংস্কারের কাজ চলমান থাকার পাশাপাশি ব্রীজের দুই পাশে প্রায় আধা কিঃমিঃ রাস্তা খুড়ে নতুন ভাবে সংস্কারের কাজ চলছে। কিন্তু উক্ত সংস্কারের কাজে ব্যবহার হচ্ছে বালির পরিবর্তে মাটি এবং পুরাতন রাস্তা থেকে নেওয়া নিন্ম মানের খোয়া। যার পরিমান খুবি কম।
স্থানীয়রা জানান , রাস্তা খোড়ার পরে পুরাতন রাস্তার মাটি আবার নতুন রাস্তা সংস্কারে দেওয়া হচ্ছে। রাস্তায় নাম মাত্র বালি দেওয়া হয়েছে। এ যেন খাল কেটে কুমির আনার মত।
শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস,এম,আতাউল হক দোলন বলেন , বিষয়টি জানার পরে আমি নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি। আপাতত
কাজ বন্দ করে দেওয়া হয়েছে।
সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মির নিজামউদ্দীন বলেন , বিষয়টি জানতে পেরে কাজ বন্দ করে দেওয়া হয়েছে। এ
ধরনের অনিয়ম করার কোন সুযোগ নেই। বিষয়টি সরজমিনে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।)
Leave a Reply