সংবাদ শিরোনামঃ
একটি সাশ্রয়ী, টেকসই, জ্ঞানভিত্তিক উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার নানাবিধ উদ্যোগ

একটি সাশ্রয়ী, টেকসই, জ্ঞানভিত্তিক উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার নানাবিধ উদ্যোগ

কালিগঞ্জ( সাতক্ষীরা )প্রতিনিধিঃ

 

একটি সাশ্রয়ী, টেকসই, জ্ঞানভিত্তিক উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার নানাবিধ উদ্যোগেরঅংশ হিসেবে দেশব্যাপী ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২’ উদযাপিত হতে যাচ্ছে।

সাতক্ষীরা জেলায় ১২-১৩ নভেম্বর দুই দিনব্যাপী সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত শহীদ আব্দুর রাজ্জাক পার্ক প্রাঙ্গনে ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে। মেলা প্রাঙ্গণে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের স্টল হতে সরাসরি জনসাধারণের জন্য ডিজিটাল সেবা প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় ও মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসন, সাতক্ষীরার আয়োজনে মেলা অনুষ্ঠিত হবে। ১২নভেম্বর সকাল ১০টায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা – ২ আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। জেলা প্রশাসন, সাতক্ষীরার পক্ষ থেকে ২দিনব্যাপী এ মেলায় সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড