মোহাঃ ফরহাদ হোসেন
কয়রা(খুলনা) প্রতিনিৎিঃ কয়রায় খুলনা পল্লীবিদ্যুৎ সমিতি এলাকা-৭ এর পরিচালক নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীন ভাবে এ ভোট গ্রহণ হয়। উপজেলার ৭ টি ইউনিয়নে ৫১ হাজার ভোটার রয়েছে।
তার মধ্যে ২৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ২টি ভোট নষ্ট হয়েছে। নির্বাচনে ২ জন প্রার্থী অংশ গ্রহণ করেন। এর মধ্যে মোঃ আবু হানিফ চেযার প্রতিক নিয়ে ২৪৫ ভোট পেয়ে রির্বাচিত হয়েছেন নির্বাচনে প্রধান রিটার্নিং কর্মকর্তা ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতয়ন বোর্ডের উপ-পরিচালক মোঃ মশিউর রহমান, অন্য সদস্যরা হলেন, সহকারী পরিচালক নিয়ামত উল্লাহ, সহকারী প্রকৌশলী ইকরামুল ইসলাম, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল কর্মকর্তা তারেক বিন আব্দুল মান্নান। উপস্থিত ছিলেন, কয়রা পল্লী বিদ্যুৎ সমিতির উপ- মহাব্যবস্থাপক মোঃ ছিদ্দিকুর রহমান।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.