নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার নলতা এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করেছেন সাতক্ষীরার কৃতি সন্তান আমেরিকার এ্যালটুরিজম ফাউন্ডেশন ফর ক্যান্সার এ্যান্ড ডায়াবেটিস আই.এন.সি এর সভাপতি ড. আবু সিদদিকীি। সোমবার তিনি নলতার মানববাধিকার জনকল্যান ফাউন্ডেশন এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় সাতক্ষীরার এই কৃতি সন্তানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন কর্তৃপক্ষ ।
এদিকে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও জীবনমান উন্নয়নে বিদ্যালয়ের সভাকক্ষে মা সমাবেশের আলোচনা সভায় বিদ্যালয়ের দাতা সদস্য ও নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনিছুজ্জামান খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন এম.জে.এফ’র কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত শিক্ষক মোহর আলী, এমজেএফ এর সাবেক সভাপতি মাসুমা সেরমিজ, এমজেএফ’র নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, সহকারী শিক্ষক ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, শিক্ষক আরিফুল ইসলাম, উম্মে শাখওয়া শারমিন রানী, রহিমা খাতুন প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচলনা করেন শিক্ষক শাহ আলম সিদ্দিক শাহিন।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.