ডেস্ক রিপোর্ট
খুলনা জেলার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছের আলী মোড়লকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তার বিরুদ্ধে কয়রা থানায় দায়েরকৃত ২০১৩ সালের পুলিশ মার্ডার মামলা অভিযোগপত্র বিজ্ঞ আদালত কর্তৃক আমলে নেয়ায় স্থানীয় সরকার ( ইউনিয়ন পরিষদ ) আইন, ২০০৯ এর ৩৪ ( ১ ) ধারা অনুযায়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ হতে সাময়ীক
বরখাস্ত করা হয়েছে।
১ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়
মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি -১ শাখার জেসমীন প্রধান সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.