মোহাঃ ফরহাদ হোসেন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন উপলক্ষে র্যালী, আলোচনা সভা, সনদপত্র বিতরন সহ যুব ঋনের চেক বিতরন করা হয়। গতকাল ১ নভেম্বর সকাল ১০ টায় এ উপলক্ষে র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ ও কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারি যুব উন্নয়ন অফিসার মোঃ আছাদুল হক। কোমলেশ মন্ডলের পরিচালনায় আরও বক্তব্য রাখেন যুব উন্নয়ন অফিসের মোঃ কামরুজ্জামান, রমেশ চন্দ্র, পরিত্রানের মোঃ আলাউদ্দিন, যুব সদস্য নাসির উদ্দীন, দেবজানী মন্ডল, মিলন মুন্ডা প্রমুখ। আলোচনা শেষে যুবকদের মাঝে প্রশিক্ষনের সনদপত্র ও ১২ জন যুব সদস্যদের মাঝে ৪ লক্ষ ৯০ হাজার টাকার৷ ঋনের চেক বিতরন করা হয়।
Leave a Reply