প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৪, ১১:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২২, ৮:০৪ এ.এম
খুলনা জেলা জাতীয় আদিবাসী পরিষেদর কমিটি গঠন তপন মুন্ডা সভাপতি নিরাপদ মুন্ডা সম্পাদক নির্বাচিত
মোহাঃ ফরহাদ হোসেন কয়রা (খুলন) প্রতিনিধি।
খুলনা জেলা জাতীয় আদিবাসী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে কয়রা সদরের কপোতাক্ষ কলেজে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অশোক মুন্ডার সভাপতিত্বে ,ও নিরাপদ মুন্ডার সঞ্চলনায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন বিমল চন্দ্র রাজোয়াড়, সাংগঠনিক সম্পাদক, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি।
বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন নরেন চন্দ্র পাহান, রাহশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি।
সুভাষ চন্দ্র হেমব্রম, দপ্তর সম্পাদক,জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি।
বিভূতী ভূষণ মাহাতো,জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় সদস্য। নকুল পাহান, সভাপতি, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি, সাবিত্রী হেমব্রম সহ-সভাপতি আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি।
আমন্ত্রীত অতিথী অদ্রীশ আদিত্য মন্ডল,অধ্যক্ষ কপোতাক্ষ মহাবিদ্যালয়। আশিকুজ্জামান আইসিডি প্রতিষ্ঠাতা সভাপতি।
বক্তব্য রেখেছেন। শ্যামসুন্দর সরদার,উজ্জল মুন্ডা,সুমিত্রা মুন্ডা,মুকুল মুন্ডা,সাধন মুন্ডা,সনজিৎ মুন্ডা, তপন মুন্ডা প্রমূখ।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫