পিযুষ বাউলিয়া (পিন্টু) সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা সামস্ এর আয়োজনে এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড (এএলআরডি) এর সহযোগিতায় ও অর্থায়নে সামস্ এর প্রশিক্ষণ কক্ষে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস- ২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর বৃহষ্পতিবার সকাল ১১টায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সামস এর সভাপতি গোপাল চন্দ্র মুন্ডা।সভায় প্রধান অতিথীর বক্তব্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, নারী নেত্রী ইউপি সদস্য নিপা রানী চক্রবর্তী, বিশেষ অতিথীর আসন গ্রহন করেন, নকশিকাঁথা প্রেগ্রাম অফিসার বিনিতা বৈরাগী, জয়ীতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আস্টোমী মালো, হাটছালা একতা যুব সংঘ, সভাপতি সীমা রানী মন্ডল, দাতিনাখালী বনজীবি উন্নয়ন সংঘের সভাপতি শেফালি জলবায়ু পরিষদ শ্যামনগর পিযুষ বাউলিয়া পিন্টু। আলোচনা সভায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস- ২০২২ উপলক্ষে প্রধান অতিথী বলেন নারীরা আজ সকল ক্ষেত্রে ভাল এগিয়ে এসছে । আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধান মন্ত্রী আমাদের ব্যাথা বুঝেন বলেই আজ এদেশে নারী রা এত এগিয়ে আসতে পেরেছে।সভায় আরো বক্তব্য রাখেন সামস এর নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা ও আরো অনেকে। সভাটি সঞ্চলনা করেন, বাহামনি মুন্ডা।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.