প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৪, ৭:১০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২২, ১২:২৯ পি.এম
সুন্দরবনের ২ টি তক্ষক সাপ পাচারকালে আটক ৪
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবন থেকে ২ টি তক্ষক সাপ পাচারকালে ৪ জনকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে অবৈধ বেন্দী জাল সহ নৌকা উদ্ধার করা হয়। জানা গেছে সুন্দরবন পশ্চিম বন বিভাগের ডিএফও ড. আবু নাসের মোহসীন হোসেনের নিদের্শনায় খুলনা রেঞ্জ কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ২৬ অক্টোবর সকাল ৬ টার দিকে কালাবগী স্টেশনের নিষিদ্ধ ভদ্রা নদীর মান্কির খাল এলাকা থেকে দুটি তক্ষক সাপ সহ তাদেরকে আটক করা হয়। এ সময় কালাবগী স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম সহ বন বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন। আটককৃতরা হলেন পাইকগাছা উপজেলার গড়ের আবাদ গ্রামের মাসুম বিল্যাহ, লেয়াকাত মোল্যা, মুরসালিন ও গড়ুইখালী গ্রামের রমজান মল্লিক। এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরন করা হয়েছে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫