প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৪, ৭:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২২, ১:৫৩ পি.এম
তালা ব্লাড ব্যাংকের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
স.ম ওসমান গনী সোহাগ বিশেষ প্রতিনিধিঃ
মুমূর্ষ রোগীর প্রাণের টানে, এগিয়ে আসুন রক্তদানে“ এই প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার তালায় ব্লাড ব্যাংকের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) সকালে তালা শিল্পকলা একাডেমি হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তালা ব্লাড ব্যাংকের এ্যাডমিন এস.এম নাহিদ হাসানের সঞ্চালনায় ও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ১ আসনে মাননীয় সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজিৎ দাশ বাপী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউর রহমান ডানলাপ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো রেজাউল করিম, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রায়, তেতুলিয়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে তালা ব্লাড ব্যাংকসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সকলের অংশগ্রহণে কেক কাটা হয়৷
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫