এম এ হালিম নিজস্ব প্রতিনিধি।
-
সুন্দরবনের কলাগাছিয়া ইক্যো ট্যুরিজম কেন্দ্র টিতে আসলে প্রর্যটকদের মন ভরে যায়।
সুন্দরবনের ভিতরে কলাগাছিয়া ইক্যো ট্যুরিজম কেন্দ্র টি অবস্তিত, কলাগাছিয়াতে যাবেন কি ভাবে,সাতক্ষীরা শ্যামনগর মুন্সীগঞ্জ সর্ব শেষ নীলডুমুর ঘাট উপকূলের খোলপেটুয়া নদীর পাড়ে অবস্থিত,এখানে আছে প্রর্যটক বহনকারী বাহারি রকমের ট্রলার।
আছে সুন্দরবন রক্ষাকারী ফরেষ্ট, সুন্দরবন ভ্রমণ করতে গেলে বনবিভাগ থেকে লাইসেন্স (পাশ) নিতে হয়।
নীলডুমুর থেকে সুন্দরবনের দোবেকি ট্যুর কেন্দ্রতে যেতে পারবেন সকালে বনবিভাগের অফিস থেকে পাশ নিবেন,ফরেষ্ট গার্ড (নিরাপত্তা) নিয়ে ঘুরে আসতে পারবেন।কলাগাছিয়া ইক্যো কেন্দ্র এখানে আপনি এসে দেখতে পাবেন সুন্দরবনের বিভিন্ন জীব,
যেমনটি সুন্দরবনের চিত্রা হরিণ,কুমির, বিভিন্ন প্রজাতির সাপ, তাড়কেল(গুয়সাপ) শুকুর, বিভিন্ন প্রজাতির পাখি বিশেষ আর্কষণ বানরের নাচ। শীত মৌসুমেতে প্রর্যটক আশে এই এলাকাটিতে। ফেমেলী ট্যুর করতে পারবেন কোন প্রকার ঝুঁকি ছাড়া।
Leave a Reply