ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে সুদের টাকা দিতে না পারায় সাদেকুল ইসলাম নামে এক দরিদ্র পরিবারের বসতঘর ভেঙে দিয়েছে সুদখোর মহাজন। উপজেলার গৌরিপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাদেকুল ইসলাম ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে।
সাদেকুল ইসলাম জানান, তিনি প্রতিবেশি আব্দুল মালেকের কাছ থেকে প্রায় দুই বছর পূর্বে ১৮ হাজার টাকা সুদে নেন। পরে সুদে আসলে ২৩ হাজার টাকা পরিশোধও করেন তিনি। কিন্তু আব্দুল মালেকের দাবি আরো ৪০ হাজার টাকা পাবেন সাদেকুলের কাছে।
আব্দুল মালেক সাদেকুল ইসলামকে ফোনে জানান, তার পাওনা ৪০ হাজার টাকা না দিলে সাদেকুলের বসতঘর ভেঙে নিয়ে যাওয়ার হুমকি দেন। পরে আব্দুল মালেক তার লোকজন নিয়ে সাদেকুল ইসলামের একটি টিনসেট ঘর ভেঙে মালামালসহ নিয়ে যায়।
এ বিষয়ে আব্দুল মালেক বলেন, আমি ঘরটি ৬০ হাজার টাকা দিয়ে কিনে নিয়েছি। আমি কোনো সুদের ব্যবসা করি না।
খবর পেয়ে ঢাকা থেকে বাড়িতে এসে এ ব্যাপারে সাদেকুল ইসলাম বাদি হয়ে ৪ জনকে আসামি করে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply