পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ সিপিএসসি র্যাব-১৩ রংপুরের একটি আভিযানিক দল গতকাল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন ৯নং পীরগঞ্জ ইউনিয়নের চক করিম পশ্চিম পাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় ২৯৮ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন, রংপুর জেলার পীরগঞ্জ বাড়াইপাড়া (লালদিঘী ফতেপুর) গ্রামের মৃত্যু ইব্রাহীম মিয়ার ছেলে গোলাম রব্বানী (৩৭)।
র্যাব ১৩’র অধিনায়কের সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেঃ মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাবের গোপন অনুসন্ধান চলছে। রংপুর জেলার পীরগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করে আসামীকে থানায় হস্তান্তর করেছে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.