কালিগঞ্জ(সাতক্ষীরা) প্রতিনিধিঃ
কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (২০ অক্টোবর) বেলা ১১টায় তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সদ্যবিদায়ী নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম বলেন, কালিগঞ্জের মানুষ খুবি আন্তরিক। যেখানেই থাকি এখানের মানুষের কথা আমার মনে থাকবে। এখানে ১৯ মাস চাকরি করে যতদূর সম্ভব চেষ্টা করেছি, মানুষকে সেবা দিতে। আমার চাকরি জীবনের সেরা স্থান কালিগঞ্জ উপজেলা। এখানের মানুষের ভালোবাসা পেয়ে আমি ধন্য।
এসময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও রোকেয়া মুনসুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যক্ষ নিয়াজ কওসার তুহিন, সহ-সভাপতি শেখ সাদিকুর রহমান, কার্যনির্বাহী সদস্য সনদ কুমার গাইন, আরাফাত আলী, সাংগঠনিক সম্পাদক শাওন আহমেদ সোহাগ, সাংবাদিক হামিদ হোসেন, মাসুদ পারভেজ ক্যাপটেন, ফজলুল হক, আবুল কালাম বিন আকবর প্রমুখ।
Leave a Reply