প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৩:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২২, ১১:৫২ এ.এম
কয়রায় পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক প্রার্থী মনজুরুল আলমের মত বিনিময়
মোঃ ফরহাদ হোসেন কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালনা পরিষদের নির্বাচনে, কয়রা ইউনিট থেকে পরিচালক পদে পুনরায় নির্বাচনে লড়ছেন বিগত দুই বারের পরিচালক সাবেক ইউপি সদস্য এম এম মনজুরুল আলম। ১৯ অক্টোবর বুধবার কয়রা উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। মনজুরুল আলম বেদকাশী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ছিলেন।
মতবিনিময় কালে মনজুরুল আলম পুনরায় মাছ প্রতিক নিয়ে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন কয়রা সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ রোকনুজ্জামান, পলাশ সানা, রবিউল ইসলাম প্রমুখ।
উপস্থিত অতিথিরা মনজুরুল আলমকে পুনরায় নির্বাচিত করার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় বিজয় নিশ্চিত করতে প্রার্থী সবার প্রতি আহবান জানান উপস্থিত সকলেই। আগামী ১১ নভেম্বর পল্লী বিদ্যুৎ পরিচালক পদে কয়রা সদরের সরকারি মহিলা কলেজে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ভোট দান করবেন কয়রা উপজেলার পল্লী বিদ্যুৎ গ্রাহকগন।
কয়রা(খুলনা)
তাং-১৯-১০-২২ ইং।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫