প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৪, ১:০১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২২, ৫:৫৩ পি.এম
গাবুরা ডুমুরিয়া স্লুইচ গেট ঝুঁকিপূর্ণ যে কোন মূহুর্তে ভেঙে প্লাবিত হতে পরে গাবুরা ইউনিয়
রবিউল ইসলাম বুড়িগোয়ালিনী(শ্যামনগর) প্রতিনিধি।
গাবুরা ডুমুরিয়া স্লুইচ গেট টি ঝুঁকিপূর্ণ যে কোন মূহুর্তে ভেঙে প্লাবিত হতে পারে দ্বীপ ইউনিয়ন গাবুরা।
ডুমুরিয়া গ্রামে প্রায় এক হাজার বিঘা জমিতে ধান চাষ করা হয়। উপকূলীয় এলাকার নিম্ন অঞ্চলে বছরে একবার ফসল হয়।
গাবুরা ডুমুরিয়া স্লুইচ গেট প্রায় এক মাস ধরে পাটা নষ্ট লবণ পানি উঠে গ্রামের রাস্তা পানির পুকুর ও অনেক গাছ নষ্ট হয়েগিয়েছে। ইউপি সদস্য ও এলাকাবাসীর সহযোগিতায় ভিতর সাইডে কাঠের পাটা লাগানো হয়েছে তাই ধান গুলো এখনো পযর্ন্ত বেঁচে আছে।
এইভাবে চলতে থাকলে ধান গুলো লবণ পানি উঠে মরে যেতে পারে বলে যানান এলাকাবাসী।
গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া এলাকার পানি নিস্কাশনের স্লুইজ গেটটির পাটা না লাগনো হলে
ডুমুরিয়া বিলের ধান মারা যাবে। আর সেই সাথে কৃষকের মাথায় হাত।
ডুমুরিয়ার এলাকার কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আগে এই স্লুইজ গেটের পাটা লাগানোর জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পানি উন্নয়ন বোর্ড ও কর্তিপক্ষের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী ।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫