প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৪, ১:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২২, ১:৩৫ পি.এম
শ্যামনগরে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন
শ্যামনগর প্রতিনিধি।
শ্যামনগরে মিথ্যা হত্যা মামলা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা। সোমবার( ১৭ অক্টোবার) বেলা ১২ টায় শ্যামনগর ভূরুলিয়ার হাঁটছেলা গ্রামে রাস্তায় দাড়িয়ে মিথ্যা মামলা থেকে অব্যহতি চেয়ে এ মানববন্ধন করে।
গত শনিবার ভোরে ভুরুলিয়া ইউনিয়নের হাটছালা গ্রামে জমাজমি বিরোধের জের ধরে আব্দুর রাজ্জাক (৪৮)নিহত হয়। নিহতর ছেলে মো: আফজাল হোসেন বাদী হয়ে শ্যামনগর থানায় ১৫ জনের নামে মামলা করে।
- এ মামলায় শ্যামনগর থানা পুলিশ ৪ জনকে আটক করে।মামলায় স্থানীয় ইউপি সদস্য শোকর আলী, মোঃ শফিকুল গাজী, সুশান্ত মন্ডল,উত্তাম মন্ডলকে অসামী করায় তার বিরুদ্ধে মানববন্ধন করে। মানববন্ধনে সুশান্তর মা বাছি রাণী মন্ডল বলেন, যে দিন মারামারি হয় ঐ দিন সকালে সুশান্ত বাড়ি ছিল না ভাটায় কাজ করতে গিয়েছিল। উত্তাম মন্ডলের স্ত্রী সুদেবী মন্ডল বলেন, শনিবার সকালে মারারির সময় আমার স্বামী বাড়ি মুরগির খামারে খাদ্য দিয়ে জমিতে কাজ করতে যায়। স্থানীয় সৈবা মন্ডল, হরিদাস মন্ডল , ফতেমা বেগম বলেন, আমাদের মেম্বার শোকর আলী খুব ভালো মানুষ তার নাম সহ দুই অসহায় মানুষকে জড়িয়ে মিথ্যা মামলা দিয়েছে। তারা কোন দিন কোন কারর সাথে ঝামেলা করতে দেখিনি চক্রান্তভাবে তাদেরকে মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে। মানববন্ধনে এলাকাবাসির দাবি সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের শাস্তির দাবি জানান।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫