প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৫, ২০২৫, ৭:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২২, ৯:১০ এ.এম
শ্যামনগর ভুরুলিয়ায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
উৎপল মণ্ডল,শ্যামনগর,প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের হাটছালা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রাজ্জাক গাজী (৬৫) নামে একজন নিহত হয়েছেন।
শনিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের হাটছালা গ্রামের অমেদ আলী গাজীর ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ জানায়, আব্দুর রাজ্জাক গাজী ও মোঃ অলিউর তরফদারের মধ্যে দীর্ঘদিন ধরে বসতভিটার সীমানা নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে আব্দুর রাজ্জাক ভাড়াটে লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে ঘর বানানোর চেষ্টা করে। এ সময় অলিউল্লাহ তরফদার ও তার ছেলে আজিজুলের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়ার চেষ্টা করলে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
নিহতের জামাই রওশন আলী জানান, ১৬ বছর আগে জমি কিনে বসাবাস করে আসছে আমার শ্বশুর।
শশুরের দখলে থাকা জমির উপর আদালত সম্প্রতি স্থিতাবস্থা জারি করেন। শনিবার সেখানে ঘর বাঁধতে গেলে অলিউল্লাহ তরফদারের জামাই এরশাদের নেতৃত্বে কৃষ্ণনগর থেকে আসা ২৫-৩০ জন লাঠিয়াল তাদের ওপর হামলা করে। এ সময় আমার শ্বশুরের মাথায় হামলাকারীদের লাঠির আঘাতে জ্ঞান হারানোর পর তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর ডাক্তাররা মৃত ঘোষণা করেন।
শ্যামনগর থানার অফিসার ইনর্চাজ কাজী ওয়াহিদ মুর্শিদ বলেন , খবর পাওয়ার সাথে সাথে ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়।
আহতদের শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আশার পরে কর্তব্যরত ডাক্তার একজনকে মৃত ঘোষনা করার পর।
মরাদেহ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫