সংবাদ শিরোনামঃ
ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ইট ভাটাকে জরিমানা কালিগঞ্জে দিনদুপুরে ডাকাতি স্বর্ণ, নগদ টাকাসহ সর্বস্ব লুট কালিগঞ্জের পল্লীতে টমেটো, বেগুন ও সবজিসহ বিভিন্ন গাছ নিধন করেছে দুর্বৃত্তরা কালিগঞ্জের কুশুলিয়া কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলার ৫নং কৈখালী তে বিএনপির উদ্যোগে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে আলোচনা সভা  ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দ্রুত প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ সুন্দরবন দেখতে যেয়ে মোটর সাইকেল থেকে পড়ে চালকের মৃত্যু  কালিগঞ্জের মৌতলা কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচনে আছু সভাপতি, হাফিজ সম্পাদক নির্বাচিত হয়েছে শ্যামনগরের রমজান নগর কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
জেলা পরিষদের সাধারণ ৭টি ও সংরক্ষিত ৩টি ওয়ার্ডের সীমানা নির্ধারণ

জেলা পরিষদের সাধারণ ৭টি ও সংরক্ষিত ৩টি ওয়ার্ডের সীমানা নির্ধারণ

আগামী ১৭ অক্টোবর সারাদেশের ৬১টি জেলা পরিষদের সাথে সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে সাতক্ষীরা জেলা পরিষদে চেয়ারম্যান পদে ২জন এবং ৭টি সাধারণ ওয়ার্ডে ২৫জন ও ৩টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১০জনসহ মোট ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। সাতক্ষীরা জেলা পরিষদে ৭টি সাধারণ ওয়ার্ড ও ৩টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সীমানা নিম্পরূপ। ১নং সাধারণ ওয়ার্ড তালা উপজেলার ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত। ইউনিয়নগুলো হলো ধানদিয়া, ইসলামকাটি, জালালপুর, খলিলনগর, খলিষখালী, খেশরা, কুমিরা, মাগুরা, নগরঘাটা, সরুলিয়া, তালা সদর ও তেতুঁলিয়া। ২নং সাধারণ ওয়ার্ড কলারোয়া পৌরসভা এবং কলারোয়া উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত। কলারোয়া পৌরসভাসহ অপর ১০টি ইউনিয়ন হলো চন্দনপুর, দেয়াড়া, লাঙ্গলঝাড়া, হেলাতলা, জয়নগর, যুগিখালী, কেরালকাতা, কুশোডাঙ্গা, কয়লা ও সোনাবাড়িয়া। ৩নং সাধারণ ওয়ার্ড কলারোয়া উপজেলার ২টি ইউনিয়ন এবং সাতক্ষীরা পৌরসভা ও সাতক্ষীরা সদর উপজেলার ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত। ইউনিয়নগুলো হলো কলারোয়ায় জালালাবাদ ও কেঁড়াগাছি। সাতক্ষীরা পৌরসভা এবং সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী, বৈকারী, বল্লী, বাঁশদহা, ঘোনা, ঝাউডাঙ্গা, কুশখালী, লাবসা ও শিবপুর। ৪নং সাধারণ ওয়ার্ড সাতক্ষীরা সদর উপজেলার ৫টি, দেবহাটার ৫টি ও কালিগঞ্জের ১টি ইউনিয়ন নিয়ে গঠিত। ইউনিয়নগুলো হলো সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি, ব্রহ্মরাজপুর, ধুলিহর, ভোমরা ও আলিপুর। দেবহাটা উপজেলার দেবহাটা, কুলিয়া, নওয়াপাড়া, পারুলিয়া ও সখিপুর এবং কালিগঞ্জ উপজেলার নলতা। ৫নং সাধারণ ওয়ার্ড কালিগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত। ইউনিয়নগুলো হলো কালিগঞ্জ উপজেলার ভাড়ামিলা, বিষ্ণুপুর, চাম্পাফুল, দক্ষিণ শ্রীপুর, ধলবাড়িয়া, কৃষ্ণনগর, কুশুলিয়া, মথুরেশপুর, মৌতলা, রতনপুর ও তারালী। ৬নং সাধারণ ওয়ার্ড আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত। ইউনিয়নগুলো হলো আশাশুনি উপজেলার আনুলিয়া, আশাশুনি, বড়দল, বুধহাটা, দরগাহপুর, কাদাকাটি, খাজরা, কুল্যা, প্রতাপনগর, শোভনালী ও শ্রীউলা।৭নং সাধারণ ওয়ার্ড শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত। ইউনিয়নগুলো হলো আটুলিয়া, ভুরুুলিয়া, বুড়িগোয়ালিনী, গাবুরা, ঈশ্বরীপুর, কৈখালী, কাশিমাড়ি, মুন্সিগঞ্জ, নূরনগর, পদ্মপুকুর, রমজাননগর ও শ্যামনগর সদর। ১নং সংরক্ষিত মহিলা ওয়ার্ড তালা উপজেলার ১২টি ইউনিয়ন, কলারোয়া পৌরসভা ও কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়ন এবং আশাশুনি উপজেলার ২টি ইউনিয়ন নিয়ে গঠিত। ইউনিয়নগুলো হলো তালা উপজেলার ধানদিয়া, ইসলামকাটি, জালালপুর, খলিলনগর, খলিষখালী, খেশরা, কুমিরা, মাগুরা, নগরঘাটা, সরুলিয়া, তালা ও তেতুঁলিয়া। কলারোয়া পৌরসভাসহ কলারোয়া উপজেলার চন্দনপুর, দেয়াড়া, লাঙ্গলঝাড়া, হেলাতলা, জালালাবাদ, জয়নগর, যুগিখালী, কেঁড়াগাছি, কেরালকাতা, কুশোডাঙ্গা, কয়লা সোনাবাড়িয়া। আশাশুনি উপজেলার কুল্যা ও বুধহাটা। ২নং সংরক্ষিত মহিলা ওয়ার্ড সাতক্ষীরা পৌরসভা ও সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়ন, দেবহাটার ৫টি এবং আশাশুনির ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত। সাতক্ষীরা পৌরসভাসহ ইউনিয়নগুলো হলো সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী, আলিপুর, বৈকারী, বল্লী, বাঁশদহা, ভোমরা, ব্রহ্মরাজপুর ফিংড়ী, ধুলিহর, ঘোনা, ঝাউডাঙ্গা, কুশখালী, লাবসা ও শিবপুর। দেবহাটা উপজেলার দেবহাটা, কুলিয়া, সখিপুর, নওয়াপাড়া ও পারুলিয়া। আশাশুনি উপজেলার আনুলিয়া, আশাশুনি, বড়দল, দরগাহপুর, কাদাকাটি, খাজরা ও প্রতাপনগর। ৩নং সংরক্ষিত মহিলা ওয়ার্ড আশাশুনি উপজেলার ২টি, কালিগঞ্জের ১২টি এবং শ্যামনগরের ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত। ইউনিয়নগুলো হলো আশাশুনি উপজেলার শ্রীউলা ও শোভনালী। কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা, বিষ্ণুপুর, চাম্পাফুল, দক্ষিণ শ্রীপুর, ধলবাড়িয়াা, কৃষ্ণনগর, কুশুলিয়া, মথুরেশপুর, মৌতলা, নলতা, রতনপুর ও তারালী। শ্যামনগর উপজেলার আটুলিয়া, ভুরুলিয়া, বুড়িগোয়ালিনী, গাবুরা, ঈশ্বরীপুর, কৈখালী, কাশিমাড়ী, মুন্সিগঞ্জ, নূরনগর, পদ্মপুকুর, রমজাননগর ও শ্যামনগর সদর।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড