সংবাদ শিরোনামঃ
বিএসএফের গুলিতে নিহত গোপালের বাড়ি পরিদর্শন ও সমবেদনা প্রকাশ নাগরিক কমিটির শ্যামনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত  শিক্ষার মানোন্নয়নে সকলকে আন্তরিকতার সহিত কাজ করতে হবে–একান্ত সচিব মাহবুব আলম কালিগঞ্জে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  গাবুরা চকবারা থেকে ৩ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগর অনলাইন জুয়ার মাষ্টার এজেন্ট সুমন কে গ্রেপ্তার করেছে পুলিশ  বুড়িগোয়ালিনীতে ইউনিয়ন জামায়াতে আমীরের শপথ ও ইউনিয়ন টিম গঠন  কালিগঞ্জের পল্লীতে আদালতের আদেশ উপেক্ষা করে জবরদখলের অভিযোগ দেবহাটায় চিংড়িতে অপদ্রব্য পুশ যেনো ব্যাবসায়ীদের নেশায় পরিনত হয়েছে বন কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি তে ড্রোন উড্ডয়ন, পরিচালনা প্রশিক্ষন
শ্যামনগরে হতদরিদ্র পরিবারের ৪ বছরের শিশু তুহিন বাঁচতে চায় 

শ্যামনগরে হতদরিদ্র পরিবারের ৪ বছরের শিশু তুহিন বাঁচতে চায় 

বিলাল হোসেন বিশেষ  প্রতিনিধি।
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি পেতে পারে না অসহায় পরিবারের ৪ বছরের শিশু সন্তান তুহিন সরদার ।
যে সময় টা কাটবে খেলার মাঠে মায়ের কোলে পিতার ঘাড়ে চড়ে কিন্তু বিধাতার কি নিয়ম আড়াই বছর বয়সে বালুতে খেলতে যেয়ে চোখে বালু পড়ে বাম চোখ নষ্ট হয়ে গেছে।এ অবস্থা দেখে তুহিনের মা তাকে ছেড়ে চলে গেছে। বৃদ্ধা দাদি হাফিজার কোলে উঠে নিজের জীবন বাঁচাতে সাহয্যের জন্যে ঘুরছে মানুষের দ্বারে দ্বারে। শিশু তুহিন মানুষের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে অনেকে সমান্য কিছু সাহায্য দিয়ে থাকে তাই দিয়ে চলে তার চিকিৎসা।
 ডাক্তার বলেছে দ্রুত অপারেশন না করলে তাকে আর বাঁচানো যাবে না। তুহিন সরদার (৪) শ্যামনগর সদর ইউনিয়ানের ফুলবাড়ি গ্রামের হাফিজ সরদারের ছেলে। সংসার ও ছেলের চিকিৎসার খরচ চালাতে নিজেকে চালাতে হয় ভ্যান।তুহিন সরদারের অবস্থা দেখে তার মা দাদির কাছে রেখে চলে গেছে বাপের বাড়িতে।তুহিন সরদার দাদির কাছে থেকে বাঁচার সংগ্রাম চালিয়ে যাচ্ছে দাদি হাফিজা বেগম, আড়াই বছর আগে তুহিনের চোখ ভালো ছিল সে খেলা ধুলা করে বেড়াতো হঠাৎ একদিন বালু গাদায় খেলা করতে যেয়ে চোখে বালু পড়ে তার চোখ নষ্ট হয়ে যায়। এ অবস্থা দেখে তার মা তুহিনকে ছেড়ে চলে গেছে। ডাক্তার বলেছে তাড়াতাড়ি অপারেশন না করলে ক্যানসার হয়ে যাবে তাকে বাঁচাতে কঠিন হয়ে যাবে।
কিন্তু আমরা খুব গরীব মানুষ তার অপারেশনের জন্যে অনেক টাকার প্রয়োজন কথায় পাবো। তুহিনকে সাথে নিয়ে মানুষের দ্বারে দ্বারে সাহয্যে করছি,টাকা জমিয়ে ঢাকাতে নিয়ে তার অপারেশন করবো।
তুহিনকে অন্য শিশুদের মত স্বাভিক ভাবে ফিরিয়ে আনতে সমাজের বৃত্তবানদের ও সামাজিক সংগঠনগুলোকে এগুয়ে আসার অনুরোধ জানান। তারপরিবারের সাথে যোগাযোগ করতে পারেন ০১৭৫৬৭৭৪১১৪।শ্যামনগর সদর ইউনিয়নের চেয়াম্যান এ্যাড: জহুরুল হায়দার বাবু বলেন, আমাদের পক্ষ থেকে তার অপারেশনের জন্যে সব ধরনের সহযোগিতা করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড