নিজস্ব প্রতিনিধি:
শ্যামনগর কলবাড়ী আকাশলীনা পর্যটন কমিউনিটি পুলিশিং কমিটির সাথে
ট্যুরিস্ট পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ২০ নভেম্বর ২০১৯ তারিখ
রবিবার সকাল ১০ টায় আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারে। মতবিনিময় সভায়
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জন বুড়িগোয়ালিনী ইন্সপেক্টর
ইনচার্জ ট্যুরিস্ট পুলিশ মহসিন আলী । মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন
মাহাবুর রহমান উকিল, বিশেষ অতিথির অাসন গ্রহন করে বক্তব্য রাখেন
পযর্টন পুলিশিং কমিটির সভাপতি পিযুষ বাউলিয়া পিন্টু, উপদেষ্টা
জাহাঙ্গীর অালম, মিজানূর রহমান,শহীদুল ইসলাম, সাধারন সম্পাদক
মোস্তাফিজুর রহমান, রমেশ মন্ডল প্রমুখ। ইন্সপেক্টর মহসিন বলেন পুলিশের
পাশে থেকে কমিউনিটি পুলিশ কমিটি পর্যটকদের সহযোগিতা করতে হবে তিনি আরো বলেন
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকলকে সচেতন হতে হবে। কোন ক্রমেই আইন নিজের
হাতে তুলে নিবেন না। পুলিশের পাশে থেকে পর্যটনকে সার্বিক সহযোগিতা করে এই
এলাকাকে পর্যটন মুখর উৎসব পরিবেশ করে তুলতে হবে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.