প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৫, ১১:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৫, ৩:১৫ অপরাহ্ণ
সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকা থেকে ৬ জেলে আটক করেছে বনবিভাগ
বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি।
সুন্দরবনের সংরক্ষিত অভয়ারণ্য এলাকার মান্দারবাড়িয়া এলাকা থেকে ৬ জন জেলেকে আটক করেছে বনবিভাগ। এ সময় জেলেদের কাছ থেকে অবৈধভাবে মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পশ্চিম বনবিভাগের সহকারী বন সংরক্ষক (ভারত প্রাপ্ত) রেঞ্জার ফজলুল হকের নেতৃত্বে,গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের একটি টহল দল মান্দারবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অভয়ারণ্য এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ৬ জন জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে মাছ ধরার জাল, নৌকা ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
আটক জেলেরা হলো বাগেরহাট জেলার মংলা উপজেলার পেড়িখালী গ্রামের মোঃ হেদায়েত গোলদারের ছেলে মোঃ তরিকুল গোলদার (৪০),
বাগেরহাট জেলার, মংলা উপজেলার, উলুবুনিয়া গ্রামের রজব আলী শেখের ছেলে মোঃ রনি শেখ (২২), বাগেরহাট জেলার, মংলা উপজেলার,
পেড়িখালী গ্রামের খালেক শেখের ছেলে রেজাউল শেখ (৪০), শানবান্দা গ্রামের পিয়ার আলী শেখের ছেলে মোঃ খলিল শেখ (১৮), উত্তরবিদ্যা বায়ন,গ্রামের
মৃত- ননীগোপাল অধিকারীর ছেলে
বিশ্বনাথ অধিকারী (৪২), উলুবুনিয়া গ্রামের মজনু শেখের ছেলে মোঃ সোহাগ শেখ (২২)।
পশ্চিমবন বিভাগের সহকারি বন সংরক্ষক রেঞ্জার ফজলুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতাই গত শনিবার রাতে অভিযান চালিয়ে ছয় জেলে ও মাছ ধরা সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ করা যেমন অপরাধ, তেমনি ঐ এলাকায় কোন ধরনের বনোজ দ্রব আহারণ করা ও একই অপরাধ, আর এই অপরাধের কারণে অপরাধকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে পি.ও.আর নং-০৯/মান্দা অব ২০২৫-২৬ মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে বনবিভাগ সূত্রে জানা গেছে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫