প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৩:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৫, ৭:৪০ পি.এম
শ্যামনগরে ডাক্তারের ভুল চিকিৎসায় মায়ের গর্ভে শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের হাওলভাঙ্গি এলাকায় ডাক্তারের ভুল চিকিৎসায় মায়ের গর্ভে শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, হাওলভাঙ্গি উত্তরটুলিয়া গ্রামের মোঃ আব্দুল খালেকের পুত্র মোঃ মিঠু এর স্ত্রী
ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। রবিবার (১২ অক্টোবর) তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবার তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে জানান, গর্ভের শিশুটি মারা গেছে।
১০নং আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী বাজার এর গ্রাম্য ডাক্তার মোঃ মাসুম বিল্লাহ এর ভুল চিকিৎসার কারণে গর্ভের ছয় মাসের সন্তান নস্ট হয়ে গেছে। পরিবারের অভিযোগ, স্থানীয় গ্রাম্য ডাক্তার মাসুম বিল্লাহর ভুল চিকিৎসার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর ভাই সবুজ হোসেন জানান, “মাসুম বিল্লাহ আমার ভাবিকে কয়েকদিন আগে ইনজেকশন ও ওষুধ দেন। এরপর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা বলেন শিশুটি আর বেঁচে নেই।”
এ বিষয়ে অভিযুক্ত গ্রাম্য ডাক্তার মাসুম বিল্লাহ বলেন, “আমি এক সপ্তাহ আগেই রোগীকে চিকিৎসা করেছি এবং ইনজেকশন দিয়েছিলাম। আজ হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আমার কিছু করার ছিল না।”
স্থানীয়রা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকায় অনেক অপ্রশিক্ষিত চিকিৎসক চিকিৎসা দিয়ে আসছেন, যা মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। তারা প্রশাসনের কাছে বিষয়টির সুষ্ঠু তদন্ত ও যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তাছাড়া আরও দাবি তোলেন এ সমস্ত ডাক্তারদের অপসারণ করা উচিত যাতে করে পরবর্তীতে এমনভাবে আর কোন মায়ের সন্তানের মৃত্যু না হয়। এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ এর কাছে জানতে চাইলে তিনি বলেন এমন অভিযোগ আমার কাছে আসেনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫