বুড়িগোয়ালিনী শ্যমনগর প্রতিনিধি ।
শরীফ ওসমান হাদীর মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইউনিয়ন শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার{১৯ ডিসেম্বর} জুমা নামাজের পর বুড়িগোয়ালিনী ফরেষ্ট জামে মসজিদের সকল মুসল্লী এ বিক্ষোভ মিছিলে অংস নেন ।
বিক্ষোভ মিছিলটি ইউনিয়নের নীলডুমুর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় মিছিলকারীরা শরীফ ওসমান হাদীর মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানিয়ে বক্তব্য দেন ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য এম রবিউল ইসলাম, জিএম আব্দুল জলিল, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন,দেদারুল আলম,
ছাত্র শিবির ইউনিয়ন সভাপতি জাকির হোসেন, ফাহাদ হোসেন, ফয়সাল আহমেদ,
। তারা বলেন, নিরপরাধ মানুষের মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করতে হবে।
মিছিল চলাকালে ছাত্রশিবির নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং নিহত শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.