প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৫, ১১:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ণ
মহান বিজয় দিবসে বুড়িগোয়ালিনী নৌ থানা পুলিশের শ্রদ্ধা নিবেদন
বুড়িগোয়ালিনী প্রতিনিধি।
মহান বিজয় দিবস উপলক্ষে বুড়িগোয়ালিনী নৌ থানা পুলিশের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বুড়িগোয়ালিনী শহীদ মিনারে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বুড়িগোয়ালিনী নৌ থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সর্বদা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫