প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৩:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ১১:৫২ এ.এম
বুড়িগোয়ালিনী বাগে জান্নাত মহিলা হাফিজিয়া মাদ্রাসার ছাত্রী মাহমুদা আক্তার কোরআনে হাফেজা হয়েছেন
জহিরুল ইসলাম বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি।
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী বাগে জান্নাত মহিলা হাফিজিয়া মাদ্রাসার ছাত্রী হাফেজা মোছাঃ মাহমুদা আক্তার সম্পূর্ণ কোরআন মুখস্থ করে হাফেজা হওয়ার গৌরব অর্জন করেছেন। তিনি এই মাদ্রাসা থেকে তৃতীয় হাফেজা হিসেবে কৃতিত্ব অর্জন করলেন।
মাহমুদা আক্তার দীর্ঘ ২ বছরের অক্লান্ত পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে পবিত্র কোরআন শরীফ সম্পূর্ণ মুখস্থ করেন। তার এই অর্জনে শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করেছে।
মাদ্রাসার প্রধান শিক্ষক বলেন, "আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের প্রতিষ্ঠান থেকে আরও একজন ছাত্রী হাফেজা হয়েছে। এ ধারা অব্যাহত থাকুক, এটাই আমাদের কাম্য।"
মাহমুদা আক্তারের বাবা-মাও মেয়ের এই সাফল্যে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সকলের দোয়া কামনা করেছেন।
এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে এ মাদ্রাসা থেকে আরও অনেক কন্যাশিশু কোরআনের হাফেজা হয়ে আলোকিত সমাজ গড়বে।হাফেজা মাহমুদা আক্তার পিতা মোহাঃ মাহমুদুল হাসান ঢালী। গ্রামঃফুলতলা মুন্সিগঞ্জ শ্যামনগর।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫