নতুন বইয়ের গন্ধে আনন্দ উল্লাসে, শিক্ষার্থীরা।
সোমবার (১ জানুয়ারি ২৪) বিনামুল্যে সারা বাংলাদেশে বই বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
তারই ধারাবাহিকতায় বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশে সোমবার সকাল দশটায় বিনামুল্যে বই বিতরণ করা হয়েছে।
বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম সুন্দরবনের সরকারি বন সংরক্ষক এম, কে,এম ইকবাল হোছাইন চৌধুরী।
উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য কামরুল ইসলাম, পুলিশিং কমিটির সভাপতি মোঃ আমজাদ হোসেন মোল্যা, বুড়িগোয়ালিনীর ফরেস্ট প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম,
বুড়িগোয়লিনি ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী সহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থী।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অভিভাবক গণ।
এসময় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপস্থিত অতিথি গণ।
নতুন বই পেয়ে আনন্দ উল্লাস করে সকল ছাত্র-ছাত্রী।
প্রধান অতিথির বক্তব্যে বলেন বাংলাদেশ সরকারের সহযোগিতায় সারা বাংলাদেশে এক সাথে বিনামুল্যে সকল শ্রেণির বই বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি সরকারের প্রতি আমারা।
বক্তব্য রাখেন দেদারুল আলম, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম।
অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজুল ইসলাম ও ইয়াছিনুল হক।