প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৩:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৫, ৭:৫৭ পি.এম
নওয়াঁবেকি গাতিদার কালভাট সংলগ্ন সড়কের বেহাল দশা, দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী
শ্যামনগর উপজেলার কলবাড়ি থেকে নওয়াঁবেকি যেতে গাতিদার ব্রিজ সংলগ্ন সড়কের অবস্থা এখন বেহাল। প্রায় তিন কিলোমিটার রাস্তাজুড়ে বড় বড় গর্ত ও খানাখন্দে ভরে গেছে, কোথাও কোথাও ভাঙা ইটের টুকরো আর জমে থাকা পানি যেন দুর্ঘটনার ফাঁদ তৈরি করেছে। এতে যাত্রী ও পথচারীদের পাশাপাশি স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই রাস্তাজুড়ে পানি জমে থাকে, ফলে মোটরসাইকেল, অটোভ্যান ও পিকআপসহ ছোট যানবাহন চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।
কলবাড়ি বাজারের আব্দুল জলিল সহ কয়েকজন কাঁচা মাল ব্যবসায়ী বলেন, “এই রাস্তাটা এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন আমরা মাল আনা নেওয়া করতে যেয়ে পড়তে হচ্ছে মহাবিপাকে। আমরা প্রশাসনের কাছে দ্রুত সড়ক সংস্কারের দাবি জানাচ্ছি।
অন্যদিকে, এলাকার শিক্ষক জানান, “বিদ্যালয়ে যেতে শিক্ষার্থীদের জন্য এই রাস্তা সবচেয়ে বড় ভোগান্তি। সকাল-বিকেল বৃষ্টির পানি আর কাদা মাড়িয়ে যেতে হয়।”
এলাকাবাসীর অভিযোগ, বহুবার জনপ্রতিনিধি ও সড়ক বিভাগের দৃষ্টি আকর্ষণ করলেও এখনো পর্যন্ত কোনো বাস্তব পদক্ষেপ নেওয়া হয়নি। তারা আশঙ্কা করছেন, দ্রুত সংস্কার না হলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় রয়েছে। এ বিষয়ে শ্যামনগর উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানানো হয়েছে, “রাস্তাটি সংস্কারের জন্য ঠিকাদার কাজ ছেড়ে চলে গেছে আমরা ওই ঠিকাদারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, না হলে নতুন করে প্রস্তাব পাঠানো হবে, অনুমোদন পেলে দ্রুত কাজ শুরু হবে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫