হুসাইন বিন আফতাব, শ্যামনগর থেকে।
একশনএইড বাংলাদেশের উদ্যোগে গাজায় নিহত শিশুদের স্মরণে শ্যামনগরের রমজাননগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ‘গ্রীন কর্নার’ স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় বাংলাদেশি শিশুদের পক্ষ থেকে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গাজার নিহত শিশুদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্মৃতির মূল বাংলার শিশুরা গাজার সন্তানদের স্মৃতিকে সম্মান করে নীরবতা পালন করে। পরে ইউনিয়ন পরিষদ চত্বরে গাজায় নিহত শিশুদের স্মরণে বৃক্ষরোপণ করা হয়, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি ও মানবিকতার বার্তা বহন করবে বলে বক্তারা উল্লেখ করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন একশনএইডের এলআরপি কো-অর্ডিনেটর মো. আব্দুল কাইয়ুম, চাইল্ড স্পন্সরশিপ অফিসার সমীরণ বিশ্বাস, প্রোগ্রাম অফিসার ফারুকুজ্জামান, রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আল মামুন, সাংবাদিক আবু জাফর সিদ্দিক, সাংবাদিক ওমর ফারুকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, যুদ্ধ ও সহিংসতার সবচেয়ে বড় শিকার হচ্ছে নারী ও শিশুরা। ফিলিস্তিনি নারী ও শিশুদের অবিলম্বে আটক কারাবন্দিত্ব বন্ধসহ তাদের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা জরুরি। একই সঙ্গে বিশ্বকে শিশুদের বসবাসযোগ্য ও নিরাপদ করে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা জানান, শিশুদের শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.