কালিগঞ্জ প্রতিনিধিঃ সাতক্ষীরার
কালিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলা যুবলীগের ক্রিড়া সম্পাদক ও বিষ্ণুপুর ইউপির মেম্বর আফছার আলী গ্রেপ্তার। সে থানা এলাকার বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা গ্রামের মৃত গনি মোড়লের ছেলে। ছাড়াতে তদবিরে নেমেছেন বিএনপির নেতা পরিচয়দানকারী একটি চক্র।
থানা ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, নাশকতার পরিকল্পনা ও নিজ বাড়িতে আওয়ামীগের গোপন বৈঠক করার অভিযোগে আটক করা হয়েছে আফছার উদ্দীনকে। সোমবার (২১ জুলাই-২৫) দুপুরে তার নিজ বাড়ি থেকে কালিগঞ্জ থানার উপ পরিদর্শক মোঃ নাজমুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স তাকে আটক করেন। আটকের বিষয়ে কালিগঞ্জ থানার চৌকস অফিসার ইনচার্জ মুহাম্মাদ হাফিজুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন আফছার উদ্দীনের বিরুদ্ধে নিজ বাড়িতে আওয়ামীগের নেতাদের নিয়ে গোপন বৈঠক, নাশকতার পরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ অভিযোগ আছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। তবে কালিগঞ্জ থানা এলাকার কোনো ডেভিল আটক হলে তদবির আমলে নেওয়া হবেনা আমি কালিগঞ্জ থানায় যোগদানের পর থেকে চেষ্টা করছি থানা এলাকার মানুষ যেনো নিরাপত্তার সহিত শান্তিতে থাকতে পারে। থানা পুলিশকে সাথে নিয়ে দুই একটি চুরি ছাড়া আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছি।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.